দিনাজপুরের হিলিতে ১১০৫ জন পরীক্ষার্থী ৪ টি পরীক্ষা কেন্দ্রে ২৭ টি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অংশ গ্রহন করছেন।
১৫ ফেব্রয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা ১ম পত্র দিয়ে শুরু হয়েছে, পরীক্ষা শেষ হবে আগামি ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। হাকিমপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন পরীক্ষা শুরুর প্রথমে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ, বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে সুষ্ঠ নকল মুক্ত ও ইতিবাচক পরীক্ষার পরিবেশ দেখে সন্তেষ প্রকাশ করেন। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা পরীক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। এছাড়াও মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা চলাকালে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হাকিমপুর উপজেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।