শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সরকারি চাল আত্মসাৎ: সুন্দরগঞ্জে ডিলারসহ সাবেক চেয়ারম্যান এর বিরুদ্ধে মামলা

সরকারি চাল আত্মসাৎ: সুন্দরগঞ্জে ডিলারসহ সাবেক চেয়ারম্যান এর বিরুদ্ধে মামলা

গাইবান্ধা সংবাদদাতা: প্রতারণার মাধ্যমে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২৪ জন কার্ডধারীর ১১ দশমিক ৫২০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার আসামিরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নম্বর কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার ও খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার জাহিদুল ইসলাম।বুধবার (৪ অক্টোবর) দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকায় ২৪ জন কার্ডধারীর ২০১৬ সালের অক্টোবর থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ১১ দশমিক ৫২০ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন আসামিরা। যার সরকারি মূল্য ৪ লাখ ৯৮ লাখ ৪৭০ টাকা।এজহারে আরও বলা হয়, অনুসন্ধানে দেখা যায় সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নম্বর কাপাসিয়া ইউনিয়ন পরিষদের খাদ্যবান্ধব কর্মসূচির মোট ২৪ জন কার্ডধারী ২০১৬ সালের অক্টোবর থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ১৬ কিস্তিতে কোনো চাল নেননি। ওই চাল কার্ডধারীদের মাঝে বিতরণ না করে আত্মসাৎ করেন আসামি জালাল উদ্দিন সরকার। তিনি ২০১৬ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। দায়িত্বরত থেকে ডিলার জাহিদুলের সঙ্গে যোগসাজেশে চার লাখ ৯৮ হাজার ৪৭০ টাকার চাল আত্মসাৎ করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন