রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মামলার সাক্ষী দিয়ে বাড়ি ফেরার পথে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্যসহ বন্ধু দুহজন’ই নিহত

মামলার সাক্ষী দিয়ে বাড়ি ফেরার পথে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্যসহ বন্ধু দুহজন’ই নিহত

বিরামপুর সংবাদাতা:   দিনাজপুরের বিরামপুর কলেজ বাজার (চাঁদপুর) তেল পাম্পের সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে এক পুলিশ সদস্য ও বন্ধুসহ দুইজন নিহত হয়। (৩ অক্টোবর) মঙ্গলবারঃ দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক বিরামপুর পৌরশহরের কলেজ বাজার (চাঁদপুর) তেল পাম্পের সামনে বাস ও মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে মটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য ও বন্ধুসহ দুইজন’ই নিহত হয়েছে। জানা যায়,রাজশাহী থেকে আদালতে মামলার স্বাক্ষী দিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফুলবাড়ীতে ফিরছিলেন পুলিশ সদস্যসহ দুইজন। পৌরশহরের কলেজ বাজার (চাঁদপুর) তেল পাম্পের সামনে রাত সাড়ে ৯ টার সময় পৌছালে বাস ও মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। নিহতরা হলেন ফুলবাড়ি থানার উত্তর লক্ষীপুর ও লালপুর গ্রামের পুলিশ সদস্য এসআই (ডিএসবি) মোঃ জহুরুল ইসলাম (৩৮) ও বন্ধু, রিপ্রেজেন্টিভ সুজন মাহমুদ (৩৭) এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন মহোদয় তাৎক্ষণিক বিরামপুর সরকারি হাসপাতালে ছুটে যান এবং নিহত পরিবারকে সান্তনা দেন। এ বিষয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, বাস ও মোটর সাইকেল সংঘর্ষে নীলফামারী জেলাতে ডিএসবিতে কর্মরত জহুরুল ইসলাম নামে একজন পুলিশের উপ-পরিদর্শক ও তাঁর বন্ধু মোনায়েম হোসেন সুজন নিহত হয়েছেন। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শণ পূর্বক বাসটি আটক করেছি। নিহত পরিবারের আত্মীয় সূত্রে জানা যায়,পুলিশ সদস্য জহুরুল ইসলাম গতকালকেই নাকি বিবাহ করেছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন