শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে পহেলা বৈশাখ উদযাপন

পার্বতীপুরে পহেলা বৈশাখ উদযাপন

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে পহেলা বৈশাখ পালিত হয়েছে। উপজেলা ক্যাম্পাসটিকে ভিন্নসাজে রূপ দেওয়া হয়। দিনব্যাপী চলে বৈশাখী মেলা। এবারের ১৪৩১ বঙ্গাব্দ নববর্ষ পালন উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় চত্ত্বরে ফিরে শেষ হয় এবং পরে সেখানে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে দিনব্যাপী একটি বৈশাখী মেলা চলে। এতে নাগরদোলা সহ বেশ কয়েকটি ষ্টল বসানো হয়। দর্শনার্থী ও নানা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভীড় জমে সারাদিন ব্যাপী। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে পান্তা-ইলিশ খাওয়া হয় অন্ততঃ আরও ১২ টি আইটেমের শাক-সবজি ও সানা ভর্তা দিয়ে। উপজেলা প্রশাসনের সমগ্র কর্মকর্তা, নেতা ও ইউপি চেয়ারম্যানগণ গামছা মাথায় পাগড়ি বেঁধে একই রঙের জাঁকজমকপূর্ণ বাঙালিপনার পাঞ্জাবি পরিধান করেন। অপরদিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে বৈশাখী আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মাহমুদুর রহমানের নেতৃত্বে র‌্যালী, পান্তা-ইলিশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেইসাথে শহরের উল্লেখযোগ্য কাব প্রগতি সংঘের আয়োজনে সাধারন সম্পাদক আমজাদ হোসেনের নেতৃত্বে র‌্যালী, পান্তা-ইলিশ ও আলোচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মেলার আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন), পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা সুলতানা নাসরিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন