মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

ডোমারে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী ও স্মৃতি চারণ অনুষ্ঠিত 

ডোমারে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী ও স্মৃতি চারণ অনুষ্ঠিত 
রবিউল হক রতন, ডোমার (নীলফামারী ) প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়াঙ্গনের প্রবর্তক আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতি চারন অনুষ্ঠিত হয়েছে । শনিবার ৫ আগস্ট সকালে উপজেলা পরিষদের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবি, সাংগঠনিক সম্পাদক গনেশ কুমার আগরওয়ালা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা স্মৃতি চারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠান শেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন