বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় উৎসবের আমেজে জাতির পিতা বঙ্গবন্ধ’ুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর উদযাপন

আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় উৎসবের আমেজে জাতির পিতা বঙ্গবন্ধ’ুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর উদযাপন

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় উৎসবের আমেজে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৮ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র, একটি দেশ উপহার দিয়েছেন। তার নির্দেশনায় দীর্ঘ ৯ মাস স্বাধীনতা যুদ্ধের পর বিধ্বস্ত একটি দেশকে মাথা উঁচু করে দাঁড় করানো একজন মুজিবুর রহমানের পক্ষেই সম্ভব ছিল। যার স্বীকৃতি হিসাবে ১৯৭৩ সালে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভুষিত করা হয়। সভায় অন্যান্যের মধ্যে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে উৎসবের এই দিনে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। #

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন