শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

লালমনিরহাটের সীমান্তে ২ ভারতীয় যুবক আটক

লালমনিরহাটের সীমান্তে ২ ভারতীয় যুবক আটক
লালমনিরহাট সংবাদদাতা:  লালমনিরহাটের  আদিতমারীর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে  ২ ভারতীয় যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ৬ জুলাই সকালে আদিতমারীর দুর্গাপুরের দিঘলটারি সীমান্তে তাদেরকে আটক করা হয়েছে।   জানা গেছে,
 তাদের নাম রহমত উল্লাহ (৩০) ও সুমন হক (২৩)।
আটকরা হলেন—পশ্চিমবঙ্গে কুচবিহার জেলার দিনহাটা উপজেলার জারি ধরলা গ্রামের কাশেম আলী ছেলে মো. রহমত উল্লাহ ও একই এলাকার শামসুল হকের ছেলে মো. সুমন হক।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অনুরোধে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।বিজিবি সূত্র জানান,আদিতমারী উপজেলার ১৫ বিজিবি এর অধীনস্থ দিঘলটারি সীমান্ত মেইন পিলার ৯২৫/৮ এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ার চর নামক স্থানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় ২ যুবককে আটক করা হয়েছে। আটক ২জন ১৫ বিজিবি ব্যাটালিয়ন দিঘলটারি বিওপি ক্যাম্পে রয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন  জানান, ভারতীয় বিএসএফের অনুরোধে বিকেলে ২ দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই ২ নাগরিককে ফেরত দেওয়ার কথা রয়েছে। সেই লক্ষে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন