রৌমারীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কুড়িগ্রামের রৌমারীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) রাতে যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শেরপুর জেলার সদর উপজেলার কৃঞ্চপুর দড়িপাড়া এলাকার মতিউর রহমানের পুত্র আব্দুল মালেক মিয়া(৩৫), জঙ্গলদী এলাকার মোহাম্মদ আলীর পুত্র জয়নাল আবেদীন(২৫) ও মোহাম্মদ আলীর পুত্র মামুন মিয়া(৩৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খেওয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।রোববার (১০ মার্চ) দুপুরে রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুশাহেদ খান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।