মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

ফসলি জমিতে পুকুর খননের দায়ে আড়াই লাখ টাকা জরিমানা

ফসলি জমিতে পুকুর খননের দায়ে আড়াই লাখ টাকা জরিমানা
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর খনন করার দায়ে দুজনকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ জুন) বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াপাড়া বিলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে জানান, বোয়ালিয়াপাড়া বিলে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খননের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক আব্দুল মান্নান কে এক লাখ ৫০ হাজার ও আব্দুল আজিজ কে এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান আগামীতেও অব্যহত থাকবে বলে জানান তিনি।’
এসময় লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা উপস্থিত ছিলেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন