মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

‘বলার অনেক কিছু ছিল’ লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

‘বলার অনেক কিছু ছিল’ লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ‘বলার ছিল অনেক কিছু, বলা হলো না কিছু’— ফেসবুকে এমন পোস্ট করে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে শরীয়তপুরের ডামুড্যায় লামিসা জামান দিয়া নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ডামুড্যা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডামুড্যা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডামুড্যা এলাকার ইতালি প্রবাসী মনিরুজ্জামান বিপ্লব বেপারীর মেয়ে লামিসা জামান দিয়া (১৭) ২০২৪ সালে সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ে মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী জানান, বিকেল সাড়ে ৪টার দিকে লামিসা ওর রুমেই ছিল। এ সময় তার মা লাকি আক্তার বাড়ি ছিল না। বাড়িতে তার খালা ছিল। খালা লক্ষ্য করে দেখে অনেক সময় ধরে তার রুমের দরজা বন্ধ ছিল। অনেকক্ষণ ধরে লামিসার রুমের দরজা বন্ধ দেখে চিৎকার করলে প্রতিবেশীরা রুমের দরজা ভেঙে লামিসাকে ভ্যান্টিলেটারের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর তাকে দ্রুত ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জাহান তাকে মৃত ঘোষণা করেন। সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ জানান, মেয়েটার সাথে বৃহস্পতিবার পরীক্ষার পরও কথা বলেছি, খোঁজখবর নিয়েছি। পরীক্ষা কেমন হইছে জানতে চেয়েছি। সে জানিয়েছে পরীক্ষা ভালো হয়েছে, কেন যে এমন করলো বুঝলাম না। ডামুড্যা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসরাত জাহান বলেন, কয়েকজন মিলে দিয়াকে হাসপাতালে নিয়ে এলে। আমি তার প্রেশার ও হার্টবিট পরীক্ষা করে দেখি সে জীবিত নেই। ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন