বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সাদুল্লাপুরে খেলার ফাঁকে পুকুরের ডুবে প্রাণ গেলো শিশুর

সাদুল্লাপুরে খেলার ফাঁকে পুকুরের ডুবে প্রাণ গেলো শিশুর
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরে ডুবে ইছা মিয়া নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর (খাঁ পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। ইছা মিয়া ওই গ্রামের লিমন মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ইছা মিয়া বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এক পর্যায়ে ইছা মিয়া নিখোঁজ হয়। পরিবারের লোকজন তখন বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন তারা। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন