শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আছে বলেই গ্রামকে শহরে রূপান্তরিক করেছেন এমপি   শাওন

শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আছে বলেই গ্রামকে শহরে রূপান্তরিক করেছেন এমপি   শাওন
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি।
“সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে -উদ্ভাবনে স্থানীয় সরকার ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন,
এক সময়ের অতি দরিদ্রের বাংলাদেশকে শেখ হাসিনা একটি উন্নয়নের মডেল দেশ হিসেবে পরিনত করেছে।এজন্য বিশ্ব দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে।
এমপি শাওন আরো বলেন, বিএনপি জোট সরকারের আমলে লালমোহন তজুমদ্দিন ছিল সবচেয়ে অবহেলিত, শিক্ষার মান ছিল অত্যান্ত খারাপ গত তিন মেয়াদে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন বলেই এই দুই উপজেলার শিক্ষার মানউন্নয়সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কহিনুর বেগম শিলা,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের, মেহেদী হাসান মিশু হাওলাদার, মোঃ রাসেল মিয়া,  জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক মাস্টার, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন