শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে মহান মে দিবস উপলক্ষে চা-শ্রমিক মেহনতি জনতা সমাবেশ ও  র‌্যালি

শ্রীমঙ্গলে মহান মে দিবস উপলক্ষে চা-শ্রমিক মেহনতি জনতা সমাবেশ ও  র‌্যালি

 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বাগানের চা শ্রমিকদের নিয়ে চা শ্রমিক মেহনতি জনতা সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ মে) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে চা শ্রমিক মেহনতি জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু বিজয় বুনার্জীর সভাপতিত্বে ও  শ্রীমঙ্গল  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিনুল হোসেন সোহেল এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র।
এছাড়াও সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমেদ, প্রচার সম্পাদক দেবাংশু সেন, উপজেলা আওয়ামীলীগের তথ্য গবেষণা সম্পাদক তহিরুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ড. সঞ্জিত সেন রায় প্রমূখ।  সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়েরর নেতৃবৃন্দ, চা শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। সমাবেশ শেষে বিভিন্ন চা বাগানের শ্রমিকদের নিয়ে বিশাল একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন