হিলিতে মোবাইল কোটে ৮৫ হাজার টাকা জরিমানা ও আদায়।
হিলিতে নোংরা পরিবেশে অবৈধভাবে লাচ্ছা সেমাই উৎপাদন করায় দুই কারখানায় মোবাইল কোট পরিচালনা করে ৮৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।শনিবার (৩০ মার্চ) বিকেলে হাকিমপুর উপজেলার খট্রা মাধবপাড়া ইউনিয়নে সেমাই কারখানায় মোবাইল কোট পরিচালনা করা হয়।এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২এবং ৫৩ ধারায় লাইসেন্স না থাকা, লাইসেন্সের মেয়াদ না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারনে নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন আব্দুর রাজ্জাক পিতা মৃত আব্দুর রউফ কে ৫০ হাজার টাকা এবং হাবিবুর রহমান পিতা রমজান আলী কে ৩৫ হাজার টাকা জরিমানা ও আদায় করেন এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলা ইয়াসমিন বলেন, এই দুটি কারখানা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করে আসছিল। এছাড়া একটি কারখানার কেন ধরনের বৈধ কাগজপত্র নেই। তাই তাদের ৮৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।