সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কুড়িগ্রামে বিশ পর্যটন দিবস পালন

কুড়িগ্রামে বিশ পর্যটন দিবস পালন

কুড়িগ্রাম প্রতিনিধি:
‘পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে বিশ^ পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন চত্বরে একটি র‌্যালির আয়োজন করা হয়। এছাড়ায় উপজেলা পর্যায়ে যেসব স্থানে পর্যটকরা পরিভ্রমণ করেন সেখানে পরিস্কার অভিযান পরিচালনা করা হয়। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মোদাচ্ছির বিন আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা তথ্য অফিসার শাজাহান আলী, সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, প্রেসকাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, কুড়িগ্রামে চরাঞ্চলসহ দর্শনীয় এলাকাগুলোতে পর্যটকদের আকর্ষণ বাড়াতে সকলকে মিলে কাজ করতে হবে। তাহলে এখানে নতুন কর্মসংস্থানের দুয়ার খুলে যাবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন