বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রংপুরে পর্দা নামল ৫২ তম শীতকালীন চাঁপা অঞ্চলের খেলাধুলা

রংপুরে পর্দা নামল ৫২ তম শীতকালীন চাঁপা অঞ্চলের খেলাধুলা
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতি, চাঁপা অঞ্চলের আয়োজনে ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও খেলাধুলার চাঁপা আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা রংপুরে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রংপুর জিলা স্কুল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রংপুর মোঃ হাবিবুর রহমান। উদ্বোধন শেষে রংপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ভেন্যুতে রাজশাহী ও রংপুর উপ অঞ্চলে বিজয়ী ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকেলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর চেয়ারম্যান ও স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, চাঁপা অঞ্চল এর সভাপতি প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ। উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল  ও চাঁপা অঞ্চলের সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম। উল্লেখ্য, স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির জাতীয় পর্যায়ের ৫২ তম আসর আগামি ৭-১২ জানুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত হবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন