পলাশবাড়ীতে সরকারি বিদ্যালয়ের সাড়ে ২৬ শতক জমি দখল
গাইবান্ধাঃ সরকারি নির্দেশনা সম্বলিত সাইন বোর্ড উপরে ফেলে পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় ১০ কোটি টাকা মুল্যের সারে ২৬ শতাংশ সম্পত্তি রাতের অন্ধকারে জবর দখল করে নিয়েছে হযরত আলী ও হাবিজার আলী গংরা। তথ্যানুসন্ধানে যানাযায় ২০ মে সোমবার রাতে সবাই যখন উপজেলা পরিষদ নির্বাচন কাজে ব্যাস্ত ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মার্কেট সংলগ্ন সারে ২৬ শতাংশ জমি কিশোরগাড়ী ইউনিয়নের নয় আনা নওদা গ্রামের হয়রত আলী ও হাবিজার গংরা তাদের পৈত্রিক সম্পত্তি দাবী করে সরকারি সাইনবোর্ড ভেঙ্গে রাতের অন্ধকারে টিন দিয়ে ঘিরে ঘড় নির্মান করে।বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ নীরব থাকায় দখলকারীরা ইট দিয়ে স্থাপনা নির্মানের প্রস্তুতি গ্রহণ করেছে। এ ব্যাপারে জানতে চাইলে হাবিজার জানান আমাদের বাব দাদার সম্পত্তি এতোদিন স্কুল দখল করেছিল,সেটা আমাদের প্রয়োজনে বের করে নিয়েছি। সরকারী ছুটি ভোটের ছুটি থাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কারও বক্তব্য নেওয়া সম্ভাব হয়নি।