শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। সোমবার (৩ জুন) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক), সাজেকা হবিগঞ্জ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) মৌলভীবাজারের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুদকের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) মৌলভীবাজারের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ড. ফজলুল  আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বনিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপপরিচালক মোজাম্মিল হোসেন ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান। বিতর্ক প্রতিযোগীতায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান ও  আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানার্সআপ হয়। বিতর্ক প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন দুদক সমন্বনিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর সহকারী উপপরিচালক মো: সাইফুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো জসিম উদ্দিন মাসুদ ও  কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক সৈয়দা এহসানা রহমান। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন দুদক সমন্বনিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর সহকারী উপপরিচালক শাহীন কাওছার। এসময় আরও উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) রাজনগর শাখার সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা: এ. কে জিল্লুল হক, সাধারণ সম্পাদক শিক্ষক সংকর দুলাল দেব, জুড়ী সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. তাজুল ইসলাম ও শ্রীমঙ্গল সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ। এছাড়াও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ও রানার্স আপ শিকাক্ষার্থী দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন