বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দরে দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র আশুরা উপলক্ষে  হিলি স্থলবন্দরে দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

হিলি দিনাজপুর প্রতিনিধি: পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বৃধবার (১৭ জুলাই) সকাল থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে হিলি স্থলবন্দরের সি এন্ড এফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি বলেন, পবিত্র আশুরা উপলক্ষে বুধবার সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে । এ কারণে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। সরকারি ছুটি থাকায় বন্দরের ভেতরের পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে । একদিন বন্ধ থাকার পর কাল বৃহস্পতি বার সকাল থেকে ভারত হতে পুনরায় আমদানি শুরু হবে। হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন,পবিত্র আশুরার সরকারি ১ দিনের ছুটি থাকায় পানামা পোর্টের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে আগামি বৃহস্পতিবার পুনরায় বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীন সকল কার্যক্রম পুনরায় চালু হবে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টর ওসি বদিউজ্জামান বলেন, দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন