শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঘোড়াঘাটে সার্বিক গ্রাম বাংলা সমবায় সমিতির শুভ উদ্বোধন  

ঘোড়াঘাটে সার্বিক গ্রাম বাংলা সমবায় সমিতির শুভ উদ্বোধন  

মনোয়ার বাবু, ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সোনামুখী বাজারে আয়োজিত অনুষ্ঠানে সোনার বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামিলীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহান শাহ্। এসময় সোনার বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সাঃ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাফে খন্দকার সাহান শাহ্ বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন- ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলা বিনির্মাণ করা। তিনি দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে গণমুখী সমবায় আন্দোলনের স্বপ্ন দেখেছিলেন। সমবায়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে সম্পদের মালিকানার দ্বিতীয় খাত হিসেবে সমবায়কে স্বীকৃতি এবং গণমুখী আন্দোলনে পরিণত করার ডাক দিয়েছিলেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক গ্রামে সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির প্রয়োজন এবং দক্ষ জনেগোষ্ঠী গড়ে উঠতে পারে সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির মাধ্যমে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বুলাকীপুর ইউনিয়নের চেয়ারম্যান সদের আলী খন্দকার, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা নবাবগঞ্জ নাছিমুুল হক, জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম, বুলাকীপুর ইউনিয়নের আওয়ামিলীগের সাঃ সম্পাদক শাহিনুর আলম প্রধান,৬নং ইউনিয়ন মেম্বার শাহিনুর ইসলাম,মহিলা ইউপি সদস্য নারগীছ বেগম,বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস আলী ও আশরাফুল ইসলাম প্রমূখ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন