বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বা.জা.ফে-৮) দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর-২০২৪ মঙ্গলবার দিনাজপুরের শিশু একাডেমির অডিটোরিয়াম হলে  দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মোঃ গোলাম রাব্বানি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা এবং দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, উপদেষ্টা ড. মুহাদ্দিস এনামুল হক, উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর -দিনাজপুর অঞ্চল উপদেষ্টা আফতাব উদ্দিন মোল্লা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রংপুর-দিনাজপুর অঞ্চল এর সরকারি অঞ্চল পরিচালক সহকারি আবুল হাসেম বাদল, মনিরুজ্জামান  জুয়েল, দিনাজপুর জেলা উপদেষ্টা, মোঃ তৈয়ব আলী।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা উত্তরের সাবেক সেক্রেটারি সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার দক্ষিণ শাখার সভাপতি আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা উত্তরের সহ-সভাপতি মোহাম্মদ রাশেদুল নবী বাবু, দিনাজপুর জেলা দক্ষিণের সেক্রেটারি মোঃ রমজান আলী, দিনাজপুর জেলার ট্রেড বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম জেলার দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোঃ মুসলিম উদ্দিন প্রমূখ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠানে দিনাজপুর জেলা শাখার ২৫-২৬ সালের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক সহ মোট ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে শহীদ জিয়াউর রহমানের পরিবারের মাঝে ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন