রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ডোমারে প্রথম নারী শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত সুমাইরা নুরকে সংবর্ধনা 

ডোমারে প্রথম নারী শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত সুমাইরা নুরকে সংবর্ধনা 
  রবিউল হক, ডোমার ( নীলফামারী)  প্রতিনিধি :
নীলফামারীর ডোমার উপজেলা স্কাউট অফিসে গতকাল শনিবার রাত
৯টায় উপজেলার  প্রথম নারী শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত সুমাইরা নুরকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ স্কাউট ডোমার উপজেলা শাখা।
স্কাউটের ডোমার উপজেলা শাখার কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরীর সভাপতিত্বে এ  অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউট ডোমার উপজেলা শাখার সভাপতি ও ডোমার উপজেলা নির্বাহী অফিসার মো : নাজমুল আলম বিপিএএ। এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডোমার সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌসী হ্যাপী, পঞ্চগড় জেলার দেবীগঞ্জের বাংলাদেশ স্কাউট জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রের উপ- পরিচালক আব্দুল্লাহ – আল- মামুন,
প্রবীণ স্কাউটার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলাম, নীলফামারীর জেলা স্কাউটের এলটি কমিশনার বিনয় রায় প্রমুখ।
স্কাউটের ডোমার উপজেলা শাখার সা: সম্পাদক হারুন অর রশিদ বলেন, গত ২০২৩ ইং সালে সুমাইরা নুর এসএসসি পরীক্ষায়  উপজেলায়  সবোর্চ্চ নম্বর (১২৩০) পেয়ে প্রথম হয়। এবারও স্কাউটে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পেয়ে মেয়েদের মধ্যে প্রথম প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়াডের মনোনীত হয়। যে রাধে সে চুলও বাধে – প্রবাধটি তার জন্য প্রযোজ্য।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন