শনিবার, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ  হস্তান্তর

রাজারহাটে গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ  হস্তান্তর
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর অঙ্গিকার গৃহহীন ভুমিহীন থাকবেনা আর। সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাট  উপজেলায় গৃহহীন ভুমিহীন পরিবারকে জমি ও গৃহের চাবি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে উদ্বোধনের পরপরে সুবিধাভোগীদের মাঝে জমির দলিলাদি ও গৃহের চাবি প্রদান করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।
কোরবানি ঈদের আগে রাজারহাটে ৮টি পরিবার পেলো নতুন ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ পরিকল্পনার আওতায় গৃহ ও ভূমিহীন পরিবারগুলোকে এ ঘর দিলেন।
রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে মঙ্গলবার ১১জুন সকাল ১০ঃ৩০ঘটিকায় এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম।উপজেলা ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সুবর্ণা, উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,উপজেলার প্রকল্প কর্মকর্তা পিআইও আসাদুজ্জামান সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন