রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

খানসামা উপজেলায় কৃষি বিভাগের চলমান কার্যক্রম পরিদর্শনে পরিচালক

খানসামা উপজেলায় কৃষি বিভাগের চলমান কার্যক্রম পরিদর্শনে পরিচালক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল (PFS)- পুষ্টি ও কৃষক সেবা কেন্দ্র পরিদর্শন ও উঠান বৈঠক, কৃষক-কৃষাণী প্রশিক্ষণ এবং কৃষি বিভাগের চলমান কার্যক্রম পরিদর্শন করলেন খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ। বুধবার (১২ জুন) বিকেলে খানসামা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে পার্টনার ফিল্ড স্কুল (PFS) এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তাঁরা কৃষকদের সাথে মতবিনিময় ও চলমান বিভিন্ন কার্যক্রমের খোঁজ-খবর নেন। এসময় উপস্থিত ছিলেন খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের   অতিরিক্ত পরিচালক হামিদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং অতিরিক্ত পরিচালক ড.ফ.ম. মাহবুবুর রহমান, উপ-পরিচালক মোফাকখারুল ইসলাম, উৎপাদন অর্থনীতিবিদ (পলিসি ও প্লানিং) শাফীয়ার রহমান, দিনাজপুর অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা হাবিবা আক্তারসহ কৃষি বিভাগের কর্মকর্তাগণ ও কৃষক-কৃষাণীগণ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন