শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঘোড়াঘাট শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চলাকালীন অনুপস্থিত চার শিক্ষক,

ঘোড়াঘাট শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চলাকালীন অনুপস্থিত চার শিক্ষক,

(ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ব্যতিত একই সাথে অনুপস্থিত চারজন শিক্ষক। ঘড়ির কাটায় সময় সকাল ৯টা ৪৫। পাঠদান শুরু হলেও শিক্ষক না থাকায় খেলাধূলায় ব্যস্ত কচিকাচা শিক্ষার্থীরা। সোমবার (১০ জুন) সকালে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল বিদ্যালয়টিতে সরেজমিনে গিয়ে পরিদর্শনে শেষে অনুপস্থিত থাকার বিষয়টি দেখতে পান। এ ঘটনায় অনুপস্থিত থাকা ৪ শিক্ষককে সোমবার (১০ জুন) ব্যাখ্যা তলব করেছে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়। ব্যাখ্যা তলবের চিঠিতে আগামী ১৬ জুনের মধ্যে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ উর্ধ্বতন কর্মকর্তা বরাবর কেন পাঠানো হবে না, তার সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ঘোড়াঘাট পৌরসভার লালমাটি-শ্যামপুর গ্রামে অবস্থিত। অনুপস্থিত থাকা ওই চার শিক্ষক হলেন, শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিউলি খাতুন, ফাতেমা খাতুন, শাহিন আকতার এবং এসএম জাভেদ। এদের মধ্যে শিউলি বেগম ছুটিতে ছিলেন বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক এনামুল হক। ঘোড়াঘাট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল জানান, বিদ্যালয়টির সহকারী শিক্ষক কৃষ্ণা ব্যতিত বাকি শিক্ষকরা অনুপস্থিত ছিলেন। বিদ্যালয় চলাকালীন অনুপস্থিত থাকার অনিয়মের কারণে সরকারী কর্মচারী বিধিমালা ২০১৯ এর ৪ ধারা এর উপবিধি (১) অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা জানতে চেয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। নির্দিষ্ট সময়ে তারা তাদের ব্যাখ্যা প্রদান করার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন