বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মে দিবস হিলি বন্দরে আমদানি রপ্তানি বন্ধ।

মে দিবস হিলি বন্দরে আমদানি রপ্তানি বন্ধ।

হিলি প্রতিনিধিঃ আন্তর্জাতিক মে দিবস (শ্রমিক দিবস) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আজ বুধবার (১লা মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।তিনি জানান, আজ আন্তর্জাতিক মে দিবস সরকারি ছুটি হওয়ায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আবারো যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি চালু হবে।দেশের বৃহত্তম স্থলবন্দরের বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড অভ্যন্তরে লোড আনলোড সহ যাবতীয় কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক তিনি আরো বলেন আজ পহেলা মে দিবস সরকারি ছুটি থাকায় বন্ধ রয়েছে। আগামীকাল ২ মে বুধবার থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, মে দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন