কুয়াকাটায় সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে সচেতনতা সভা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সমুদ্রে অবৈধ, অপ্রতিবেদিত এবং অনিয়ন্ত্রিত মাছ শিকার করায় প্রতি বছর ১১-২৬ মিলিয়ন টন মাছের অবৈধ আহরণ হয়। যার অর্থনৈতিক মূল্য আনুমানিক ১০-২৩ বিলিয়ন মার্কিন ডলার।
তাই সমুদ্রগামী মৎস্যজীবীদের অংশগ্রহণে পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন মম্বিপাড়ায় “অবৈধ, অপ্রতিবেদিত এবং অনিয়ন্ত্রিত মাছ ধরার কার্যকলাপের বিরুদ্ধে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় এ সভায় সভাপতিত্ব করেন মৎস্য সংরক্ষণ দলের সভাপতি নুর হোসেন তালুকদার। অবৈধ উপায়ে মাছ ধরার দীর্ঘমেয়াদী ক্ষতির বিষয় উপস্থাপন করেন ওয়ার্ল্ড ফিস ইকোফিসের সহযোগী গবেষক বখতিয়ার রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিন ফিসারিজ কর্মকর্তা আশিকুর রহমান।
সভায় আলোচকরা বলেন, সমুদ্রে অনিয়ন্ত্রিত মৎস্য শিকারের কারনে সমুদ্র নিরাপত্তা ও পরিবেশ হুমকির মুখে পড়েছে।
সামুদ্রিক মাছ আহরণের জন্য একটি সামগ্রিক পরিকল্পনা এবং অবৈধ ও অপরিকল্পিত ফিশিং দমনে সফলতা দেশের সুনীল অর্থনীতিতে সর্বোত্তম অবদান নিশ্চিত করতে পারে। সাবলম্বী হতে পারে মৎস্য আহরণে জড়িত লাখ লাখ জেলে।
সভায় ট্রলার মালিক, মাঝি, জেলে, ও ব্লুগার্ড সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।