শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কলাপাড়ায় রাসেলস ভাইপারস এ মাসে সাপের কামড়ে আহত ১২ জন রোগী হাসপাতালে ভর্তি

কলাপাড়ায় রাসেলস ভাইপারস এ মাসে সাপের কামড়ে আহত ১২ জন রোগী হাসপাতালে ভর্তি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার সাগর তীরবর্তী গ্রামে কৃষকের জালে আটকা পড়া প্রায় পাঁচ ফুট লম্বা বিষধর রাসেলস ভাইপারস দেখতে ভীড় করছে শত শত গ্রামবাসী।  সোমবার সকাল ১১ টার দিকে ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের এক কৃষক জালে পেঁচানো অবস্থায় সাপ টি লাঠি দিয়ে চেপে ধরে ফেলে। এ সময় লাঠির আঘাতে সাপ টির মাথা থেঁতলে যায়। পরবর্তীতে ঔই কৃষক সাপ টি একটি প্লাস্টিকের কৌটায় আটকে রাখে। এদিকে দেশজুড়ে আলোচিত এ বিষধর সাপ আটকের খবর পেয়ে শত শত গ্রামবাসী সাপ টি দেখতে ভীড় করে।  স্থানীয়রা বলেন, সাপ আতংকে এখন গোটা উপকূলের মানুষ।  অনেকে রাসেলস ভাইপারস উদ্ধারের কথা বলে গত এক সপ্তাহে অন্তত ১০ টি নির্বিষ সাপ মেরে ফেলছে। উদ্ধার সাপটি এটি সত্যিই রাসেলস ভাইপারস কিনা তাই দেখতে এসেছেন। সাপ উদ্ধার করা কৃষক নুর হাওলাদার বলেন, সাপের ফোঁস ফোঁস শব্দ শুনে তিনি লাঠি দিয়ে চেপে ধরে সাপ টি কৌটায় আটকে রাখেন। কলাপাড়ায় কর্মরত সর্প দংশন প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর নুরুজ্জামান সৈকত বলেন, জুন মাসে কলাপাড়ায় হঠাৎ করে সাপের কাপড়ের রোগী বাড়ছে। ইতিমধ্যে ১২ জন রোগী কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছে

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন