সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপি আয়োজনে ঐক্য, শান্তি, সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক বলেছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতার প্রথম ধাপ অর্জন করেছি। এই গণঅভ্যুত্থানে বিএনপির অনেক নেতাকর্মী শহীদ হয়েছে, মিথ্যা মামলায় জেল খেটেছেন, সবাই ধৈর্য ধারন করে চলুন, সংঘাত বা প্রতিহিংসা নয় আমরা শান্তি চাই। ২৩ আগস্ট শুক্রবার বিকেলে ধাপেরহাট ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ঐক্য, শান্তি, সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
তিনি আরো বলেন, দেশের দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি জেলায় লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। আসুন আত্মমানবতার সেবায় তাদের পাশে দাঁড়াই। ধাপেরহাট ইউনিয়ন বিএনপি আহবায়ক বাদশা মন্ডলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাদুল্লাপুর থানা বিএনপি আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব এ্যাড. আব্দুস ছালাম মিয়া, গাইবান্ধা জেলা বিএনপি আইনজীবী ফোরামের আহবায়ক এ্যাড. আব্দুল হালিম প্রামানিক। এ ছাড়াও উপস্হিত ছিলেন, পলাশবাড়ী ও সাদুল্লাপুরের সিনিয়র নেতৃবৃন্দ।
সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধাপের হাট ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আমিনুর রহমান মিলন। এর আগে স্হানীয়, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন। হাজারো মানুষের উপস্হিতে কানায় কানায় পূর্ণ হয় সমাবেশস্থল।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ধাপেরহাট ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক রফিকুল মেম্বার, আইয়ুব আলী মেম্বার, নুর মোহাম্মদ মিলন, আমিনুল ইসলাম আপেল, মাসুদ শেখ, সদস্য আঃ কুদ্দুস আকন্দ, ধাপেরহাট ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, গাইবান্ধা জেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রামাণিক, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, সাদুল্লাপুর উপজেলা ছাত্রদল ভারপ্রাপ্ত আহবায়ক সোহাগ, উপজেলা ছাত্রদল সদস্য সচিব পারভেজ সরকার, উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক মশিউর রহমান মিশর, ধাপেরহাট ইউনিয়ন যুবদল আহবায়ক রকি মন্ডল টারজান, সদস্য সচিব স্বপন, ধাপেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন, ভারপ্রাপ্ত সদস্য সচিব জিন্না, হানিফ, ধাপেরহাট ইউনিয়ন ছাত্রদলের রতন, ডিউ, জনি, সজিব, আবির, রিপন, আলামিন প্রমূখ।
বিভাগ রংপুর