শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ

পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ

আতাউর রহমান : দিনাজপুরের পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদের নিয়ে গঠিত ৩০ সদস্যের ৮টি কৃষক সংগঠনের মাঝে তিন ধরনের আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এসব উপকরণের মধ্যে একটি পেট্রল চালিত ভুট্টা মাড়াই যন্ত্র, ৪টি করে হস্ত চালিত স্প্রে মেশিন ও ৪ ইঞ্চি ব্যাসের ১০০ ফুট দৈর্ঘের ৪ সেট করে ফিতা পাইপ প্রতিটি কৃষক সংগঠনকে প্রদান করা হয়। গত মঙ্গল ও বুধবার উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয় চত্বরে কৃষি উপকরণ গুলো বিতরণ করেন-পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান, উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহাবুর রহমান সহ স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ প্রকল্পের সুুবিধাভোগি কৃষক সংগঠনে সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসেন বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা শক্তিশালী করণ প্রকল্পের আওতায় দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে বর্তমানে পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৮ ইউনিয়নে প্রকল্পের কাজ চলছে। পর্যায়ক্রমে অবশিষ্ট ইউনিয়নে এ প্রকল্পের কাজ সম্প্রসারিত করা হবে বলে তিনি জানান।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন