বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

খানসামায় এক বাড়ি থেকেই এক রাতেই ৬ গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী

খানসামায় এক বাড়ি থেকেই এক রাতেই ৬ গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী গ্রামে এক বাড়ি থেকেই এক রাতেই ৬ গরু চুরির ঘটনা ঘটেছে। একসঙ্গে এত গরু চুরি হওয়ায় এলাকায় আতঙ্কে রয়েছে স্থানীয়রা।

ঘটনাটি সোমবার (৪ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ভেড়ভেড়ী গ্রামের বৃন্দার বাজার ডাঙাপাড়া এলাকার রমনী কান্ত রায়ের ছেলে দিনমজুর কৃপনাথ রায় (৩০) এর বাড়িতে ঘটেছে। এতে বিভিন্ন বয়সী দেশী ও শাহীওয়াল জাতের দুটি গাভী , ২ টি বাছুর ও ২টি এঁড়ে চুরি হয়। চুরি হওয়া এই ৬ টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

বিষয়টি নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত গরুর মালিক কৃপনাথ রায় বলেন, রবিবার রাতে গরু ৬ টি গোয়াল ঘরে রেখে বাড়ির সবাই রাত ১২ টার দিকে নিজ নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। ভোরবেলা আমার মা ঘরের বাইরে বের হলে গোয়ালঘরের দরজা খোলা দেখতে পেয়ে দেখে গোয়ালঘর গরু শূন্য। পরবর্তীতে সবাই উঠে দেখে বাঁশের বেড়া ও গোয়ালঘরের দরজা ভেঙে চুরি করে নিয়ে গেছে।

তিনি আরো বলেন, কষ্টে উপার্জিত অর্থ দিয়ে এসব গরু ক্রয় করে লালন-পালন করি। কিন্তু এসব চুরি হওয়ায় এখন নিরুপায় ও নি:স্ব হয়ে গেছি আমরা।

এবিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, গরু চুরির বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই গরু উদ্ধার ও চোরদের গ্রেফতারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন