বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

ফুলবাড়ীতে শকুন দেখতে উৎসুক জনতার ভীড় 

ফুলবাড়ীতে শকুন দেখতে উৎসুক জনতার ভীড় 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপন্ন প্রজাতির একটি  শকুন ধরা পড়েছে। শকুনটিকে দেখতে উৎসুক জনতা ভীড় করছে।

রবিবার( ২৯ ডিসেম্বর)  বিকালে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের মোহরটারি এলাকায় বিপন্ন প্রজাতির এই শকুনটি স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে বিশাল আকৃতির  শকুনটিকে নিরাপদে স্থানে রাখেন স্থানীয়রা। এদিকে শকুন ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য ওই এলাকায় উৎসুক জনতার ভীড় জমে। অনেকেই মুঠোফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শকুনের ছবি পোষ্ট করেন।

স্থানীয় শাহিনুর রহমান ও সাইফুর রহমান জানান, শকুনটি বিশাল আকৃতির এই শকুনটি মনে হয় ভারত থেকে এসেছে। প্রচন্ড শীতের কারনে হয়তো অসুস্থ হয়ে উড়তে পাড়ছে না। আমরা বনবিভাগকে খবর দিয়েছি। বন্য প্রাণী অধিদপ্তরে শকুনটিকে হস্তান্তর করা খুবই জরুরী।

ফুলবাড়ী উপজেলা বন বিভাগের কর্মকর্তা  সেকেন্দার আলী জানান, বর্তমানে ঘটনাস্থলে আছি। রংপুর থেকে একটি টিম আসছে। দিনাজপুরের রেসকিউ সেন্টারে বিপন্ন প্রজাতির এই শকুনটিকে হস্তান্তর করা হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন