ঘোড়াঘাটে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল ভ্যান চালকের


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তা পারাপারের সময় দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ হারিয়েছেন হারুনুর রশিদ (৬৫) নামে এক অটোভ্যান চালক।
সোমবার (২৬ মে) সকাল ১১ টার দিকে উপজেলার রাণীগঞ্জ নতুন গরুর হাটের সামনের মহাসড়কে মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন।
নিহত হারুনুর রশিদ জেলার নবাবগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার মৃত সাহেব উদ্দিনের ছেলে। এর আগে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পীরগঞ্জ ধাপের হাট এলাকায় পৌছালে দুপুর ২ টার দিকে গুরুতর আহত হারুনুর রশিদ মারা যান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্বীন ইসলাম পরিবহন ও অজ্ঞাত আরও একটি বাস রানীগঞ্জ নতুন গরুর হাটের সামনের মহাসড়ক দিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলো। এসময় এক ব্যক্তি একটি অটোভ্যান নিয়ে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে রাস্তা পার হচ্ছিলেন। মাজার এলাকায় সকাল ১১ টার দিকে বাস দুটির আগে যাওয়ার প্রতিযোগিতার সময় ওই অটোভ্যানকে ধাক্কা দেয়। এসময় দ্বীন ইসলাম পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-৪৭০৩ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণ দিকে যাত্রীসহ রাস্তার পাশে জমিতে উল্টো পড়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক প্রিয়াংক কুন্ডু জানান, আহত নয় জনের মধ্যে চার জনের অবস্থা গুরুতর ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। চার জনের মধ্যে হারুনুর রশিদ নামে একজনের অবস্থা সংকটাপন্ন ছিল।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এ ঘটনায় সুরতহাল শেষে লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।