বুধবার, ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ইরানের ব্যাপারে নেতানিয়াহুকে একই অবস্থানে দেখতে চান ট্রাম্প

ইরানের ব্যাপারে নেতানিয়াহুকে একই অবস্থানে দেখতে চান ট্রাম্প

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ইরানের ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একই অবস্থানে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম একথা জানিয়েছেন।

এছাড়া তার এই বার্তাটি তিনি নেতানিয়াহুকে পৌঁছে দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন— ইরান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতিমালা যেন একই অবস্থানে থাকে।

সোমবার ইসরায়েল সফর শেষে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নোম একথা বলেন। তিনি জানান, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা ছিল “খোলামেলা ও সরাসরি”। মার্কিন গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর কাছ থেকে এই মন্তব্য এমন সময় এলো যখন ইতালির রোমে পরমাণু আলোচনার পঞ্চম দফা শেষ করেছে যুক্তরাষ্ট্র ও ইরান।

নোম বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে বিশেষভাবে পাঠিয়েছেন যেন আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এই আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করি এবং কীভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।”

এর আগে গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমরা ইরানের সঙ্গে খুবই ইতিবাচক কিছু আলোচনা করেছি। এখনই কিছু বলা না গেলেও আমার ধারণা, শিগগিরই আমি আপনাদের ভালো কিছু জানাতে পারব।”

তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে তারা জানতে পেরেছে, ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে— যদিও এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে।

ইরান স্পষ্ট করে জানিয়েছে, ইসরায়েল যদি হামলা চালায়, তাহলে তারা কঠোর জবাব দেবে। ইরান বলছে, নেতানিয়াহু এসব করে যুক্তরাষ্ট্রের কূটনীতি ব্যর্থ করতে চাইছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “নেতানিয়াহু মরিয়া হয়ে চেষ্টা করছেন যেন যুক্তরাষ্ট্রকে ইচ্ছেমতো চালনা করা যায়।”

মূলত আলোচনার মূল বিরোধ এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে। যুক্তরাষ্ট্র চায়, ইরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক। কিন্তু তেহরান বলেছে, এটা তাদের সার্বভৌম অধিকার, এবং পরমাণু অস্ত্র নয়, বেসামরিক উদ্দেশ্যে এটি প্রয়োজন।

তেহরান আরও বলছে, এনপিটি চুক্তি অনুযায়ী তারা কোনো আইন ভঙ্গ করছে না।

এদিকে, ইসরায়েল বহু বছর ধরেই দাবি করে আসছে— ইরান পরমাণু বোমা বানানোর দ্বারপ্রান্তে রয়েছে। তারা ইরানকে ইসরায়েল-বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষক বলেও বিবেচনা করে থাকে।

এই পরিস্থিতিতে নোম আরও বলেন, “আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি শান্তি চান, কিন্তু পরমাণু অস্ত্রধারী ইরান তিনি কখনই মেনে নেবেন না। এবং তিনিও চান যে এই প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) যেন তার সঙ্গে একই অবস্থানে থাকেন।”

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন