নড়াইল প্রেসক্লাবে সম্মাননা প্রদান
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা দেয়া হয়েছে। এছাড়া নতুন সদস্যদের বরণ করা হয়েছে। আজ বিকেলে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন-প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম।
প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন-পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে। প্রাণবন্ত এ অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এছাড়া নতুন সদস্যদের বরণ করে নেয়া হয়।