হোমনায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্বোধন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ হোমনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে ইউএনও ক্ষেমালিকা চাকমার নেতৃত্বে উপজেলা পরিষদ মাঠ থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ক্ষেমালিকা চাকমার নেতৃত্বে এতেনঅন্যদের মধ্যে অংশগ্রহণ করেন, সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাইদুর রহমাম ও আশরাফসহ উপজলার বিভিন্ন সরকারী দপ্তরেরবপ্রধান, শিক্ষক, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।