বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

ফুলবাড়ীতে ৪ টি ইট ভাটায় ৬ লাখ টাকা জরিমানা আদায়

ফুলবাড়ীতে ৪ টি ইট ভাটায় ৬ লাখ টাকা জরিমানা আদায়
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত  ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে উপজেলার কে এম ব্রিকসকে ৫০ হাজার টাকা, ডব্লিউ এ এইচ ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা ও এবি ব্রিকস এবং এম এস এইচ ব্রিকসকে ২ লাখ টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম। অভিযানে কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম বলেন, পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন