শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ডেভিল হান্ট’ অভিযানে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ গ্রেফতার-২

ডেভিল হান্ট’ অভিযানে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ গ্রেফতার-২
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ১৩/০২/২৫ ‘ডেভিল হান্ট” অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ দুই আওয়ামীলীগ নেতাকে  গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ।

সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে ।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক এস আই আসাদুজ্জামান আসাদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃত এই দুই নেতা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে এলাকায় ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় নেতা ও নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা  গ্রামের মৃত নুরবক্ত মিয়ার ছেলে এবং ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ (৫৮) ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ৬ নং কিশামত শিমুলবাড়ী ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পল্লব রায় (২০) কে বুধবার রাতে বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পল্লব ওই এলাকার পরেশ চন্দ্র রায়ের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গত  ৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেফতার দেখিয়ে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন