শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে হাত বাধা ও মাথা কাটা মরদেহ উদ্ধার

পার্বতীপুরে হাত বাধা ও মাথা কাটা মরদেহ উদ্ধার

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে লাইনের ধার থেকে হাত বাধা অবস্থায় মাথা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পার্বতীপুর -ফুলবাড়ী রেল পথের হলদিবাড়ী ৩৭৬/৮ নম্বর রেল খুটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মরদেহটি একজন পুরুষের। তবে তার পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
জানা গেছে, সকালে ঘটনাস্থলে মরদেহটি পরে থাকতে পুলিশে খবর দেন স্থানীয়রা। এসময় পার্বতীপুর রেলওয়ে থানাপুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার। প্রাথমিক ধারনা করা হচ্ছে তাকে মেরে রেল লাইনে ফেলে গেছে দূর্বৃত্তরা। তার দুই হাত রশি দিয়ে বাধা অবস্থায় পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন রেল থানার সাব ইন্সপেক্টর আব্দুর রউফ। তিনি বলেন, মরদেহের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন