হিলিতে মরহুম এমদাদুল হক মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
![হিলিতে মরহুম এমদাদুল হক মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হিলিতে মরহুম এমদাদুল হক মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত](https://muktinews24.com/wp-content/uploads/2025/02/IMG_20250209_181204.jpg)
![](https://muktinews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
হিলি দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে মরহুম এমদাদুল হক মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারী) উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই অস্থায়ী মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বিকেল চারটায় ফাইনাল খেলার উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন।
টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ মাসুদ রানা বলেন, আমার চাচা মরহুম এমদাদুল হক মাষ্টার আলিহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এর দ্বায়িত্ব পালন করেছেন। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের তরুণ ও যুবসমাজ কে মাদক থেকে দূরে সড়িয়ে রাখতে এবং মোবাইল আসক্ত থেকে তাদের দূরে রাখতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামীতে ক্রিকেট, ফুটবল ও ভলিবল সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে।
আজকের ফাইনাল খেলায় দাউদপুর একাডেমি বনাম ওয়াসেস একাডেমি নয়ানগর দল অংশ গ্রহণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে দাউদপুর একাডেমি ওয়াসেস একাডেমি নয়ানগর দলকে ৩-০ পরাজিত করে জয় লাভ করেন।
খেলা শেষে টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের উভয় খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার হিসাবে গরু তুলে দেন অতিথি বৃন্দ।