বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন

বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন

 সৈয়দপুর, (নীলফামারী) প্রতিনিধি: বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ এস ডি প্রত্যাহারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় প্রেসক্লাবের সামনে এর আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সৈয়দপুর উপজেলা সভাপতি তাজির উদ্দিন গ্রান্ড হোটেলের মালিক বখতিয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক পাহেলওয়ান হোটেল মালিক সখেন ঘোষ।

বক্তব্য বলেন, শাহজালাল হোটেল মালিক সামিদুল, তৃপ্তি হোটেল মালিক ফরিদুল, ঢাকা বিরিয়ানি মালিক জালাল, দিলকুশা মিষ্টান্নের মালিক কায়সার, জিআরপি হোটেল মালিক আখতার হোসেন।

উপস্থিত ছিলেন, নাটোর দই ঘরের মালিক প্রফুল্ল ঘোষ, দিলশাদ হোটেল মালিক সাকিল, নিরিবিলি শাহ হোটেলের মালিক প্রদীপসহ শতাধিক হোটেল শ্রমিক।

বক্তারা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সারাদেশের রেস্তোরাঁ ব্যবসা সংকটে। এর খেসারত দিতে হবে
রেস্তোরাঁ মালিকসহ গ্রাহক ভোক্তাদের। যা বাজারে ব্যাপক চাপ সৃষ্টি করবে। এজন্য সম্প্রতি ঘোষিত ভ্যাট সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন