লালমনিরহাট বিজিবি অভিযান চালিয়ে ২ ভারতীয় নাগরিকসহ বাংলাদেশী মানব পাচারকারীকে আটক করেছেন
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট ১৫ বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় ২ নাগরিকসহ বাংলাদেশী মানব পাচারকারী কে আটক করেছেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, রোববার ১৯ জানুয়ারী ২০২৫ ইং তারিখ সন্ধ্যার দিকে লালমনিরহাট ১৫ বিজিবির আওতাধীন বালারহাট বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ হুমায়ন কবিরের নেতৃত্বে ৯৩৩/১০ এস থেকে বাংলাদেশের ৪০০ গজ অভ্যন্তরে খলিশা কাটাল নামক স্হান থেকে ভারতীয় ২ জন নাগরিকসহ বাংলাদেশী মানব পাচারকারী কে আটক করেছেন। ভারতীয় নাগরিকরা হলেনঃ- ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উষ্ঠি থানাধীন মহেশটারীর গড় খালী গ্রামের শ্রী সৌরভ কুমার (১৮) ও পূর্ব বধমান জেলার নাধন ঘাট থানাধীন নাধন ঘাটের নাধন ঘাট গ্রামের মোঃ বাবুর মন্ডলের মেয়ে মোছাঃ রেশমা মন্ডল জান্নাত (২৮) এবং বাংলাদেশী মানব পাচারকারী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাশির ডাবার গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ ইউসুফ আলী (২২) কে বিজিবি আটক করেছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানান, ভারতীয় ২ নাগরিক কে পাচার করার উদ্দেশ্যে সীমান্ত পার করে আনা হয়েছে। তবে স্হানীয় সূত্র জানায়, মোছাঃ রেশমা মন্ডল জান্নাত ২ সন্তানের জননী তার সাথে সৌরভের পরকীয়ার জের ধরে বাংলাদেশী দালাল মোঃ ইউসুফ আলীর সহায়তায় ওই ভারতীয় ২ নাগরিককে ওই সীমান্ত দিয়ে পার করে আনা হয়েছে।
আটককৃতদের সংশ্লিষ্ট ধারা মোতাবেক জেল হাজতে পাঠানো হয়েছে।