বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত 

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত 
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াত, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, সংযুক্ত শ্রমিক ফেডারেশন, মোটর শ্রমিক, কুলি শ্রমিক, রিক্সা-ভ্যান শ্রমিক, চাতাল শ্রমিকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে পৃথক পৃথকভাবে দুটি বর্ণাঢ্য র‍্যালী র্পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় স্টেডিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপি’র আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল ও যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট প্রমুখ।
অপরদিকে দুপুরে পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রেল স্টেশনের পূর্ব  পার্শ্বে রাজিবুল ইসলামের চাতালে আরো এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।  ইমারত শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল গফুর মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রমিক বান্ধব নেতা আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ শামীম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান,ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন,সাবেক সভাপতি ছায়েম উদ্দিন সরদার, সাবেক সম্পাদক লাবু সরদার, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বিশু ও পৌর কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল হক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পী বৃন্দ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন