ঘোড়াঘাটে আগুনে পুড়ে প্রাণ গেল ঘুমন্ত বৃদ্ধার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে আগুনে পুড়ে রোমেয়া খাতুন(৭০) নামে ঘুমন্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার বলগাড়ি এলাকার পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা রামেয়া খাতুন (৭০) উপজেলা বুলাকীপুরের বলগাড়ি এলাকার ইউননুস আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়দের বরাত থেকে জানা যায়, রোমেয়া খাতুন ও ইউনুস আলী (৮০) দম্পত্তির দুই ছেলে এক মেয়ে। দুই ছেলে ঢাকাতে রিক্সা চালান আর বাড়ির পাশে বিয়ে দেন মেয়েকে। ওই বৃদ্ধ-বৃদ্ধা বাসায় একাই থাকতেন। বৃদ্ধা রোমেয়া খাতুন দীর্ঘদিন ধরে পক্ষঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে ছিলেন। নড়াচড়া থেকে শুরু করে কথাও বলতে পাড়তেন না। এদিকে তাদের খাবারের ব্যবস্থা হতো মেয়ের বাসা থেকে। ঘটনার দিন স্বামী ইউনুস আলী পাশেই তার মেয়ের বাড়ি থেকে রাতের খাবার এনে তাঁর স্ত্রীকে খাবার খাওয়ান। পরে সেও আবার তার মেয়ের বাড়িতে খেতে যান। এসময় কুপিবাতির আগুন থেকে লাইলোনের তৈরি দড়ির খাঁটে আগুন লেগে যায় এবং সেই আগুন রোমেয়া খাতুনের কম্বলে লেগে সম্পূর্ণ শরীর আগুনে পুড়ে যেতে থাকে। একঘন্টা পর এসে তাঁর স্বামী জ্বলন্ত আগুন নিভানোর চেষ্টা করে। পরে সেই দিন রাত ১২ টায় বৃদ্ধাকে উদ্ধার করে পাশের গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নিতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টায় রোমেয়া খাতুনের মৃত হয়।
ঘোড়াঘাট থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি প্রাথমিক ভাবে পুলিশকে অবগতি করা হয়নি। পরে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী অভিযোগ পেলে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলেছে।