শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ঘোড়াঘাটে আনন্দ মিছিল

যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ঘোড়াঘাটে আনন্দ মিছিল

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : যুবদলের জেলায় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে দিনাজপুর ঘোড়াঘাটের উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মিরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে এই মিছিল বের করা হয়।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি মাসুদুল ইসলাম মাসুদকে আহ্বায়ক ও রেজাউল ইসলাম রেজাকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত ও সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধানের নেতৃত্বে মিছিলে আরও অংশ নেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আবু হাসমি, মোশাররফ হোসেন খোকন, গোলাম রব্বানী,মাসুদ চৌধুরী, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিদুল ইসলাম, সদস্য সচিব আল-রাজি রাজিব, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক শ্যামসাদুল হক রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দামসহ ইউনিয়ন ও ওয়ার্ডের হাজার খানিক নেতাকর্মীরা।

এসময় মিছিলটি রানীগঞ্জ বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিংড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ মধ্যে দিয়ে মিছিলটি শেষ করা হয়।

ক্যাপশনঃ জেলার নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ঘোড়াঘাট উপজেলা যুদলের আনন্দ মিছিল।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন