শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সান্তাহারে নূরাণী ইসলামিয়া একাডেমি মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সান্তাহারে নূরাণী ইসলামিয়া একাডেমি মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে নূরাণী ইসলামিয়া একাডেমি মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা তালিকায় উত্তীর্নদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকায় মাদরাসা প্রঙ্গনে এ আয়োজন করা হয়। মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও মাদরাসার সভাপতি আলহাজ¦ তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সাবেক পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, আরাফাত রহমান কোকো পরিষদের উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান, বিএনপি নেতা সাবু, বিশিষ্ট ব্যবসায়ী রাজু ও গণমাধ্যমকর্মী তরিকুল ইসলাম জেন্টু ,এএফএম মমতাজুর রহমান প্রমূখ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন