লালমনিরহাটে আবাসিক হোটেল থেকে আন্তঃজেলা ৫ ডাকাত সদস্য আটক


মোঃ লাভলু শেখ লালমিনরহাট।
লালমনিরহাটে একটি আবাসিক হোটেল থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
সোমবার ২৪ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে লালমিনরহাট সদর থানা পুলিশ মিশন মোড় সংলগ্ন সীমান্ত আবাসিক হোটেলের ২০১ ও ২০৮ নং রুমে তল্লাশী চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে দেশীয় অস্ত্র সহ আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেনঃ- লালমিনরহাটের কালিগঞ্জ উপজেলার হরোরাম চাপারহাট গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল হামিদ খান (৩৫), ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ জিয়ানগর গ্রামের মৃত শহীদ আলীর ছেলে লিটন (৪০), মুন্সিগঞ্জের টুঙ্গী উপজেলার বাড়িহাটু বলিয়া গা গ্রামের বুদায় দেওয়ানের ছেলে আয়নাল হক (৪৩) ও একই জেলার লৌজন উপজেলার খালাপাড়া গ্রামের মৃত মিন্টু মিয়ার ছেলে নয়ন সরকার গোপাল (৪৬) এবং ঢাকা কেরানীগঞ্জ উপজেলার রুবায়েত নগর গ্রামের মৃত আনসার আলীর ছেলে আমির হোসেন (৪১) কে কসটেপ ২টি, চাপাতি ২টি, রশি ৫টি, চাকু ২টি, চেইন লোহার ০১টি, গামছা ০১টি, মোবাইল ৬টি, কাপড় বহনের ব্যাগ ৪টি।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরনবী জানান, গ্রেফতারকৃতরা লালমনিরহাট শহরের বিভিন্ন জায়গায় ডাকাতি করার উদ্দেশ্যে আবাসিক হোটেলে রাত্রি যাপন করছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ ৫ জনকে আটক করেন। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানান।
এ বিষয়ে লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতরা লালমনিরহাট জেলায় ডাকাতি করার উদ্দেশ্যে আসেন এবং একটি আবাসিক হোটেলে অবস্থান করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়েছেন। লালমনিরহাট জেলায় কোন প্রকার অপ্রতিকর ঘটনা কিংবা আইনশৃঙ্খলা অবনতি না ঘটে। সে লক্ষে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।