আদমদীঘিতে স্থানীয় সরকার দিবস উদযাপন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সান্তাহার পৌরসভার ভিন্ন আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সান্তাহার পৌরসভার প্রকৌশলী আবু রায়হান মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন হিটলু, ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন প্রমূখ।