শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে র্যালী


মুহাম্মদ আবু হেলাল,শেরপুর প্রতিনিধি : ‘আহলান সাহলান মাহে রমজান, দিনের বেলায় পানাহার বন্ধ রাখুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন’ এই প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১মার্চ)সকালে জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে র্যালীটি জেলা কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসক তরফদার মাহমদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি, এম, এ, মুনীব, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ফজলুর রহমানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ গ্রহন করেন।