উলিপুরে পালিত হলো জাতীয় ভোটার দিবস


উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২৫। দিবসটি উদযাপনে আলোচনা সভা করেই উপজেলা পরিষদ চত্বরে শুধু র্যালির ফটোসেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত পত্রে রোববার(২ মার্চ) জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সকাল ১০টায় শুভ উদ্বোধন ও র্যালি, সাড়ে ১০টায় ভোটার সেবা কার্যক্রম এবং সকাল ১১টায় আলোচনা সভার কথা উল্লেখ করা হয়। কিন্তু আলোচনা সভা করেই শুধু র্যালির ফটোসেশন করে নাস্তা বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
উপজেলা জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি’র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, নির্বাচন কর্মকর্তাকে আলোচনা সভা আয়োজন করতে বলা হয়েছিল।
এবিষয়ে উপজেলা জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি’র সদস্য সচিব ও উপজেলা নির্বাচন অফিসার(ভারপ্রাপ্ত) রুহুল আমিন চাকলাদার আলোচনা সভা করার বিষয়টি স্বীকার করে বলেন, ভোটার তালিকা হালনাগাদের টিম আসার কারণে ব্যস্ত ছিলাম।